১০ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (The Women's T20 World Cup)। বলাই বাহুল্য, প্রতিবারের মতো এবারেও মারমুখী দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত মোট ৭ বার আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি, তারমধ্যে ৫ বারই জিতেছে অস্ট্রেলিয়া৷ এমনকি কমনওয়েলথেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ২০২০- টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর থেকেই তারা সাফল্যের মধ্যগগনে আছে। গত ২২ মাসে তারা একটিই ম্যাচ হেরেছে সেটিও ভারতের বিপক্ষে সুপার ওভারে৷
তাই অস্ট্রেলিও দাপটের মুখোমুখি হতে হবে। যদিও ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আমেরিকার মতো দলগুলিও তাদের চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত।