শুক্রবার ভোরবেলা ঋষভ পন্থ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটের পরিমণ্ডলে দুশ্চিন্তার ছায়া। আইপিএলে তিনি যে দলের হয়ে খেলেন, সেই দিল্লি ক্যাপিটালসও এর বাইরে নয়। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। দুর্ঘটনার পর আগামী বছরের আইপিএলে তিনি খেলবেন কি না, তার কোনও নিশ্চয়তা নেই এখনও। ইতিমধ্যেই তাঁর বিকল্পের সন্ধানে নেমেছে দিল্লি ক্যাপিটালস। যে তিনজনের নাম ঋষভ পন্থের বিকল্প হিসেবে উঠে আসছে, তাঁরা হলেন- প্রাক্তন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক পৃথ্বী শ, অস্ট্রেলিয়ার বর্ষীয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ঋষভ পন্থ না খেললে এঁদের মধ্যে একজন দলকে নেতৃত্ব দেবেন আগামী আইপিএলে।
ডেভিড ওয়ার্নার
২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ী করেন। আইপিএলে জয়ের রেকর্ড ৫২.১৭%। দিল্লি ক্যাপিটালসের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার।
পৃথ্বী শ
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের নেতৃত্ব দেন ২০১৮ সালে। ঘরোয়া ক্রিকেটের কয়েকটি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১৫৮৮ রান করেন।
মিচেল মার্শ
দিল্লি ক্যাপিটালসের প্রথম দলের ক্রিকেটার। ২০২২ সালের আইপিএলে ৮ ম্যাচে ২৫১ রান করেন। তাঁর চোট-আঘাতের সমস্যা দলের বড় চিন্তার কারণ।