বিশ্বকাপে ১০ ম্যাচ জিতেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে যায় ভারত । টানা ভাল খেলেও কেন ফাইনালে হারতে হল, এবার তার জবাব চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড । সম্প্রতি, কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে বৈঠক হয় বোর্ড কর্তাদের । সেখানেই ফাইনালে ভারতের হারের কারণ নিয়ে প্রশ্ন করা হয় । জবাবে কী বলেছেন রাহুল দ্রাবিড় জানেন?
কোচ জানিয়েছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচের জন্যই তাঁদের ফাইনাল ম্যাচ হারতে হবে । রাহুলের দাবি, তারা ভেবেছিলেন পিচ আরও ঘুরবে এবং স্পিনারদের সাহায্য করবে । কিন্তু, কোনওটাই হয়নি। পিচ যেমন আচরণ করবে ভাবা হয়েছিল তা করেনি । রোহিত শর্মার গলাতেও একই সুর ।
স্পিনারদের সাহায্যের জন্য কেন পিচে ভাল করে জল দেওয়া হয়নি ? বোর্ডের এই প্রশ্নে রাহুল বলেন, 'একই রসায়ন মেনে বিশ্বকাপের আগের ম্যাচগুলিতে সাফল্য পেয়েছিলেন তিনি । কিন্তু, ফাইনালে কোনও সমীকরণ, কোনও অঙ্কই কাজ করেনি ।