২০২৩-এ ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবে পাক সরকার। জানালেন পাক বোর্ডের নতুন প্রধান নাজম শেঠি। তাঁর মতে, সরকারেরই একমাত্র ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার।
প্রাক্তন বোর্ড প্রধান রামিজ রাজা বলেছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক দল। সেই কথার সূত্র ধরেই এ দিন নতুন বোর্ড প্রধান বলেছেন, সরকার ঠিক করবে পাকিস্তান ভারতে গিয়ে খেলবে কী না।
বোর্ড প্রধানের কথায়, “যদি সরকার বলে যে ভারতে যেও না, তা হলে আমরা যাব না। ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারি মহলে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। বোর্ড শুধু মাত্র ব্যাখ্যা জানতে চাইতে পারে।”