আপাতত ক্রিকেট বিশ্ব কাঁপছে IPL জ্বরে। ৩১ মার্চ অর্থাৎ শুক্রবারই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। কিন্তু সমস্ত মহড়া শেষ হলেও প্রশ্ন একটাই, খেলাটা হবে তো? কেননা ক্রমেই খারাপ হতে শুরু করেছে আমেদাবাদের আবহাওয়া। ম্যাচ শুরুর আগেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আকাশের মুখ ভার। লেগেই রয়েছে ঝিরঝিরে বৃষ্টি। এমতাবস্থায় বাতিল করতে হয়েছে প্র্যাকটিস সেশনও। পাশাপাশি একাধিক রাজ্যের তাপমাত্রা কমেছে। আবহাওয়ার মতিগতি দেখে প্রশ্ন উঠছে একটাই খেলাটা হবে তো?
MS Dhoni Injury: আইপিএলের প্রথম ম্যাচে নামতে পারবেন তো ধোনি! তৈরি হয়েছে সংশয়
তবে চিন্তা কমাচ্ছে অ্যাকুওয়েদার। তথ্য বলছে , খেলার সময় ঝকঝকেই থাকবে আবহাওয়া। সেইসময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উল্লেখ্য, এবার আইপিএলে আরও একটি নতুন নিয়ম থাকছে। ইমপ্যাক্ট প্লেয়ার। এই নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের বাইরে ৫ জন ক্রিকেটার পছন্দ করতে পারবেন অধিনায়ক। সাবস্টিউট হিসেবে ম্যাচের যে কোনও সময় এই ক্রিকেটারদের নামানো যাবে। যদি কোনও টিমে ৪ জন বিদেশি ক্রিকেটার থাকেন, তা হলে ৫ জন পরিবর্ত ক্রিকেটারই ভারতীয় হতে হবে।