টি-২০ বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই মুহূর্তে চলছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ । ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানের লম্বা ব্যবধানে হারাল ভারত। স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌরের অনবদ্য জুটি খেলা টিকিয়ে রেখে রান তুলেছে ১৬৭। জবাবে ভারতীয় বোলারদের সামনে ১১১ রানেই মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা তৃতীয় উইকেটে ১১৫ রান তৈরি করে ম্যাচের হাল ধরেন৷ ত্রি-দেশীয় সিরিজে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করছেন যস্তিকা ভাটিয়া। ২৩ বলে ১৮ রান করেই যদিও ফিরতে হয় তাকে। ৫১ বলে ৭৪ রান করে অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানাই।