বিশ্বকাপের ফাইনালের আগে শুরু হল দুই অধিনায়কের বাগযুদ্ধ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সাংবাদিক বৈঠকে এসে বলেন, বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা তাঁর দলে অনেকেরই আছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার পাল্টা জবাব, এই ম্যাচে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মই ফারাক গড়ে দেয়।
২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং জশ হেজলউডরা। সাংবাদিক বৈঠকে তাঁদের কথাই বোঝাতে চেয়েছেন অজি অধিনায়ক। রোহিতের পাল্টা জবাব, "কামিন্সের কথায় আমাদের কোনও চিন্তা নেই। এ ধরনের প্রতিযোগিতায় ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মই বিচার করা হয়।"
টিম ইন্ডিয়ার অধিনায়কের দাবি, আগে কে ক’টা ফাইনাল খেলেছে তা কেউ মনে রাখে না। ভারতীয় দলেও ২০১১-র ফাইনাল খেলা দু’জন ক্রিকেটার রয়েছে। রোহিত বলেন, "কী ভাবে চাপ সামলাতে হয় আমরা জানি। এখনও পর্যন্ত যে ভাবে খেলেছি সে ভাবেই চালিয়ে যেতে চাই।"
তবে অস্ট্রেলিয়াকে সমীহ করছেন রোহিত। তিনি বলেন, অস্ট্রেলিয়া আটটার মধ্যে আটটা ম্যাচই জিতেছে। ওদের কোনও খামতি নেই। নিঃসন্দেহে দুটি যোগ্য দল ফাইনালে উঠেছে। তবে ভারত নিজেদের দিকেই ফোকাস করতে চায়।