বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের উন্মাদনার আঁচ পড়ল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রাতেও। রবিবার ফাইনালের দিন ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মিছিলে হাঁটলেন বামপন্থী যুব সংগঠনের নেতানেত্রীরা। মিনাক্ষী মুখোপাধ্যায় পরলেন বিরাট কোহলির জার্সি।
রাজ্য জুড়ে দুর্নীতির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থানের দাবিতে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। নেতৃত্বে মিনাক্ষী। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ করবে ডিওয়াইএফআই৷ তার আগে বাংলার সবকটি জেলার উপর দিয়ে ইনসাফ যাত্রা নিয়ে যাবেন মিনাক্ষীরা
রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। প্রথম থেকেই সাদা রঙের পোশাক পরে হাঁটছেন মিনাক্ষী সহ বাম যুব সংগঠনের নেতা-নেত্রীরা। কিন্তু রবিবার দেখা গেল পদযাত্রীরা সকলেই ভারতের নীল জার্সি গায়ে দিয়েছেন।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কর্মসূচিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিন মধ্যাহ্নভোজের পরেও হাঁটছেন ডিওয়াইএফআই কর্মীরা৷ কিন্তু আজ তা হচ্ছে না। সকালের কর্মসূচি হবে, তবে বিকেলে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখবেন সিপিএমের যুব নেতৃত্ব।