যে কাপ ছোঁয়ার জন্য এত দিনের লড়াই, এত অনুশীলন, কড়া নিয়ম নিষ্ঠা, এত পরিশ্রম, সে বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়ার হাতে। নিঃসন্দেহে যোগ্য দাবিদার। এই নিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হল সে দেশ। রবিবারের রাতে যেন নিমেষে বসন্ত নামল আমেদাবাদে, নীল নয়, হলুদ বসন্ত। তবু কামিন্স ব্রিগেডের উচ্ছাস উদযাপনের মাঝে বিতর্কের ঝড় তুলল এক ছবি। বিশ্বকাপের ওপর পা রেখে সোফায় বসে রয়েছেন মিচেল মার্শ।
বিশ্বকাপের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার দলের সদস্যরা। কিন্তু একটি ছবি নিয়ে জোর তোলপাড় ক্রিকেটপ্রেমী মহলে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্যাট কামিন্স নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছিলেন সে ছবি। স্বপ্নের সেই কাপের ওপর পা তুলে আরাম করে বসে রয়েছেন মার্শ।
SRKs viral video with snake: একের পর এক চ্যালেঞ্জ! এবার কি সাপুড়ের ভূমিকায় শাহরুখ? ভাইরাল হলো ভিডিয়ো
নেট দুনিয়ায় ছবিটি নিয়ে শুরু হয়েছে হইচই। অধিকাংশের মত, উদযাপনের নামে এ তো বিশ্বকাপের অসম্মান।