নিজের জন্মদিনে ইতিহাস সৃষ্টির ম্যাচে বিরাট কোহলির ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা ইডেন। কিন্তু ম্যাচ শুরুর আগেই যে ইডেনের মন জিতে নিয়েছিলেন বিরাট! শচীন তেন্ডুলকরকে ছুঁয়ে একদিনের আর্ন্তজাতিকে তাঁর ৪৯ তম শতরানের ম্যাচ শুরুর আগেই তাঁর সৌজন্যে মুগ্ধ হল ক্রিকেটের নন্দনকানন। মাঠে ঢুকে পড়া এক কিশোর অনুরাগীকে কাছে পেয়ে একটুও বিরক্ত হলেন কোহলি৷ বরং হ্যান্ডশেক করে শুভেচ্ছা জানালেন।
তখন সবে শেষ হয়েছে জাতীয় সঙ্গীত। সতীর্থদের সঙ্গে মাঠ ছেড়ে বেরচ্ছেন কোহলি৷ আচমকাই বিরাটের কাছে ছুটে আসে এক কিশোর। তার পরনে সাদা রঙের বলবয়ের পোশাক৷ বিরাটকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর সটান সে প্রণাম করে ফেলে কিং কোহলিকে। সঙ্গে সঙ্গেই তার হাত ধরে ফেলেন বিরাট। হ্যান্ডশেক করে ভক্তকে শুভেচ্ছা জানান কিংবদন্তি ক্রিকেটার।
West Bengal weather Update: কালী পুজোর আগেই শহরে শীতের আমেজ, কী বলছে হাওয়া অফিস?
বিরাট এই সৌজন্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়৷ রেকর্ডের পাহাড়ে বসেও বিরাট যে ঠিক কতখানি ডাউন টু আর্থ, মুগ্ধ বিস্ময়ে সে কথাই বলছেন অনুরাগীরা।