বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত অধিনায়ক রোহিত শর্মার তুরুপের তাস মহম্মদ শামি৷ কিন্তু টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে দলেই ছিলেন না তিনি৷ কেন টিমে নেওয়া যাচ্ছে না, সে কথা শামিকে বুঝিয়ে বলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা নিজেই।
ফাইনালের আগে রোহিত জানিয়েছেন, দলে সুযোগ না পেলেও শামির মনোবলে একটুও চিড় ধরেনি৷ প্রথম সুযোগেই নিজেকে দারুণ ভাবে প্রমাণ করেছেন তিনি।
ভারত অধিনায়ক বলেছেন, বিশ্বকাপের শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলতে না পারা শামির জন্য অবশ্যই কঠিন ছিল। কিন্তু দলের প্রয়োজনে তিনি সব সময়ে হাজির ছিলেন। মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাকে সব রকম ভাবে সাহায্য করেছেন। রোহিতের কথায়, এর থেকেই বোঝা যায় মহম্মদ শামি ঠিক কতখানি টিমম্যান!
প্রথম কয়েকটি ম্যাচে কেন শামিকে খেলাতে পারছেন না, তা নিয়ে শামির সঙ্গে আলোচনা করেছিলেন রোহিত নিজেই। ভারত অধিনায়ক বলেন, "শামি সবই বুঝতে পেরেছে। টিমে না থাকলেও কঠোর পরিশ্রম করেছে। সুযোগ আসা মাত্রই লুফে নিতে পেরেছে, কারণ মানসিকভাবে একদম তৈরি ছিল।"