গোটা দেশ ধন্য ধন্য করছে মহম্মদ শামিকে। করবে না-ই বা কেন! একার হাতে নিউজিল্যান্ডকে ভেঙেছেন শামি৷ নিয়েছেন ৭ উইকেট। কিন্তু শামির দুর্দান্ত পার্ফরম্যান্স দেখেননি হাসিন জাহান৷
২০১৪ সালে বিয়ে হয় শামি এবং হাসিনের৷ এখন বিবাহবিচ্ছেদের মামলা লড়ছেন হাসিন। বিশ্বকাপের আগে এই মামলায় জামিন নিতে আদালতে যেতে হয়েছিল শামিকে। বুধবার খেলা দেখেননি হাসিন। সংবাদমাধ্যমকে তিনি জানান, সামনেই বেড়াতে যাচ্ছেন৷ তাই ব্যাগ গোছাতে ব্যস্ত। শামি কী করলেন তা নিয়ে তাঁর কোনও উৎসাহ নেই। তিনি দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন।
কিছুদিন আগে শামির সাফল্য সম্পর্কে কিছুটা তির্যক প্রতিক্রিয়া দিয়েছিলেন হাসিন৷ বলেছিলেন, শামি যত ভাল খেলবেন, যত টাকা আয় করবেন, তাঁর তত ভাল। আদালত সেই টাকার অংশে তাঁর এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
হাসিন আরও জানিয়েছেন, ক্রিকেট তিনি পছন্দ করেন না। শামির সঙ্গে সম্পর্কে থাকাকালীনও মাঠে যেতেন না।