বারো বছর পর আরও একবার টিম ইন্ডিয়ার সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। রবিবার ফাইনালে প্রতিপক্ষ ভারত এবং অস্ট্রেলিয়া। ফাইনালের আগের দিনই ফাঁস পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরিকল্পনা।
তবে দুরন্ত ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা কতোটা কাজে লাগবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে অজি তারকা স্টিভ স্মিথের। সাংবাদিকদের স্মিথ জানিয়েছেন, ভারত হয়তো আগে থেকেই তাঁদের পরিকল্পনা বুঝে তার পাল্টা পরিকল্পনা তৈরি করে রাখবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে জিতেছিল ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেও অজিদের বিরুদ্ধে জয় হয়েছে রোহিত ব্রিগেডের। চলতি বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। অন্য দিকে প্রথম দুই ম্যাচে হারের পর টানা আটটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়াও।