ইডেনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচের ফলাফল বলে দেবে বিশ্বকাপ ফাইনালে কাদের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরুর বেশ আগে থেকে ইডেনের সামনে দর্শকের ঢল।
সেমিফাইনালে ভারতের খেলা দেখার সুযোগ হয়নি, তাতে কী, ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষকে চিনে নিতে উঠে পড়ে লেগেছে ক্রিকেটের নন্দন কানন। সকাল থেকে বিশ্বকাপের আমেজ গোটা ইডেন চত্বরে।
Virat Kohli-Djokovic: ৫০ তম শতরানের সর্বকালীন রেকর্ড! কোহলিকে অভিনন্দন জকোভিচের
প্রথমবার বিশ্বকাপে ফাইনালে উঠতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। আর এদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার ভারতের মাটিতে ফাইনাল খেলতে মুখিয়ে। কারোর জন্যই লড়াইটা খুব সহজ হবে না।