মঙ্গলবার লিগের প্রথম ম্যাচে জিতে ফাইনালের টিকিট একপ্রকার নিশ্চিত করেই ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) । কিন্তু, শেষ বেলায় বাজিমাত দিল্লি ক্যাপিটালসের । ইউপি ওয়ারিয়র্জকে (WPL 2023 DC vs UPW) ৫ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যান মেগ ল্যানিংরা । সরাসরি ফাইনালে যাওয়া লক্ষ্য পূরণ হল অবশেষে ।
এদিন, লিগ পর্বের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং । ৬ উইকেটে ১৩৮ রানেই আটকে রাখা হয় ইউপি ওয়ারিয়র্সকে । রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন মেগ ল্যানিং ও শেফালি ভার্মা । এই জুটিই দিল্লির কাজ কিছুটা সহজ করে দেয় । সপ্তম ওভারে জোড়া উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়লেওম, শেষপর্যন্ত ম্যাচ বের করে নেয় দিল্লি । ১৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলেন তাঁরা ।
আরও পড়ুন, Shreyas Iyer : অস্ত্রোপচারের পথে শ্রেয়স, আইপিএলে ধাক্কা খেল কেকেআর
উল্লেখ্য, এবার এলিমিনেটরের লড়াইয়ে ইউপি ওয়ারিয়র্জদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স । যে দল জিতবে, তাদের সঙ্গে ফাইনালে লড়বে দিল্লি ক্যাপিটালস । ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ।