উইমেন্স প্রিমিয়ার লাগাতার হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর। তিনটি ম্যাচেই হেরে গেল তারা। বুধবার স্মৃতি মন্ধানাদের হারিয়ে মেয়েদের আইপিএলে প্রথম জয় পেল গুজরাত জায়ান্টস। বুধবার ৬৬ রানে হেরে গেল তারা।
হারের চাপ যে দলের মধ্যে রয়েছে তা মেনে নিয়েছেন মেন্টর সানিয়া মির্জা। বুধবারের ম্যাচ খেলতে নামা দুই দলই আগে কোনও ম্যাচ জেতেনি। সেই ম্যাচে গুজরাত প্রথমে ব্যাট করে তোলে ২০১ রান। রান তাড়া করতে নেমে মাত্র ১৮ রান করে আউট হয়ে যান বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি। এখনও পর্যন্ত আইপিএলে ছন্দে দেখা যায়নি তাঁকে। অন্য ওপেনার সোফি ডিভাইন ৪৫ বলে ৬৬ রান করেন। তিনি এবং এলিস পেরি মিলে ৪৩ রানের জুটি গড়েন। বাংলার রিচা ঘোষ ১০ বলে ১০ রান করে আউট হয়ে যান। পাঁচ দলের খেলায় এখন লিগ তালিকায় পাঁচ নম্বরে আরসিবি।