দু'দলই প্রথম ম্যাচে জিতেছিল। তাই দর্শকদের প্রত্যাশা ছিল লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু দিল্লির বিরুদ্ধে সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর তিন ম্যাচে জিতে হ্যাট্রিক করল মুম্বই।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের শক্তিশালী বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করতেই হয় দিল্লিকে। বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক একাই তিন উইকেট নেন, মাত্র ১০৫ রানেই অলআউট হয় দিল্লি ক্যাপিটালস।
Study on Human care: মানুষ তার জীবনের প্রায় ১৭ শতাংশ সময় দিয়ে দেয় সাজসজ্জার পিছনেই, জানাচ্ছে গবেষণা
কম রানের লক্ষ্য হলেও আক্রমণাত্মক ক্রিকেটই খেলে মুম্বই ইন্ডিয়ান্স। ন্যাট সিবার এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর জুটি ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে।