প্যারিস অলিম্পিকে কুস্তিতে সোনা-র স্বপ্ন দেখিয়েছিলেন ভিনেশ ফোগাত । কিন্তু, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার সেই স্বপ্ন অধরাই থেকে যায় । প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় ভিনেশ । এদিকে, ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালতে ঝুলে রয়েছে ভিনেশের রুপোর আবেদন । এরই মধ্যে অলিম্পিকে কুস্তি বিভাগে ভারতকে সাফল্য এনে দিলেন অমন সেহরাওয়াত । পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন অমন । এই প্রথম কুস্তিতে পদক পেল ভারত । এখনও পর্যন্ত অলিম্পিকে ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে ।
অমনের প্রতিপক্ষ ছিলেন পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজ । প্রথম থেকেই কুস্তির ময়দানে টানটান উত্তেজনা তৈরি করেছিলেন এই দুই কুস্তিগীর । কখনও অমন এগিয়ে গিয়েছেন, কখনও ক্রুজ । বিপক্ষকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন অমন । শেষ পর্যন্ত ক্রুজ়কে ১৩-৫ পয়েন্টে হারিয়ে দেন তিনি । ভারতকে এনে দেন ষষ্ঠ পদক । অলিম্পিকে ভারত এখন ক্রম তালিকায় ৬৫ নম্বরে রয়েছে ।
হরিয়ানার ছেলে অমন সেহরাওয়াত । কুস্তিগীর হওয়ার স্বপ্ন দেখেছিলেন ছোটবেলাতেই । তাঁর আদর্শ সুশীল কুমার । প্রথমে আখড়াতে কুস্তি করতেন । তারপর মাত্র ১০ বছর বয়সে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন অমন । যখন কুস্তিগীর হওয়ার, ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অমন, ঠিক সেইসময় বাবা-মা-কে হারান তিনি । তখন অমনের বয়স ১১ বছর । বাবা-মা চলে যাওয়ার পর ঠাকুরদার কাছেই মানুষ তিনি । বাবা-মা-কে হারিয়েছিলেন অমন, কিন্তু স্বপ্নকে হারাতে দেননি । শুরু হয় তাঁর লড়াই । কঠোর অনুশীলন । ২০২১ সালে সেহরাওয়াত তাঁর প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন। সেইসময় কোচ ললিত কুমারের অধীনে প্রশিক্ষণ নিতেন তিনি ।
অমনের ঝুলিতে রয়েছে স্বর্ণপদকও । অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন সেহরাওয়াত । ২০২২ এশিয়ান গেমসেও আসে সাফল্য । ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন অমন । এছাড়া ২০২৩ সালে আস্তানায় এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন অমন । এছাড়া, ২০২৪ সালে জাগ্রেব ওপেন কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের ৫৭ কেজি ইভেন্টে স্বর্ণপদক জেতার রেকর্ডও রয়েছে তাঁর ।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার অমনের জন্য মোট ৫৬ লাখ ৫০ হাজার ৪৮১ টাকা খরচ করেছে । তার মধ্যে 'টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম'-এ ১৬ লাখ ৫ হাজার ১৭৬ টাকা খরচ করা হয়েছে । এছাড়া, 'অ্যানুয়াল ক্যালেন্ডার ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশন'-এ খরচ করা হয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৩০৫ টাকা । সেখানে নীরজ চোপড়ার জন্য প্রায় ৬ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার, যা অমনের ১০ ভাগের এক ভাগ ।