'ঘর ওয়াপসি' ঋদ্ধিমান সাহা'র। যে অভিমানের সূচনা হয়েছিল ২০২২ সালের ২ জুলাই, তাতে ছেদ পড়ল অবশেষে ২০২৪ সালের ২৭ মে। 'অভিমান' ভাঙানোর নেপথ্যের কাণ্ডারী সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার জার্সিতেই আগামী বছর খেলতে দেখা যাবে ঋদ্ধিকে।
সোমবার দুপুরে সৌরভের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন সস্ত্রীক ঋদ্ধিমান সাহা। ওয়াকিবহালমহল সূত্রে খবর, ঋদ্ধির স্ত্রী রোমি আরও অনেকেই চাইছিলেন, ঋদ্ধিমান এবার বাংলায় ফিরুন ঋদ্ধিকে ফেরার অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধ মেনে নিয়েই শেষমেশ নিজের শহরে ফেরার সিদ্ধান্ত নিলেন এই উইকেটকিপার।
উল্লেখ্য, বিতর্কের সূত্রপতা বছর দুয়েক আগে। বাংলার ক্রীড়া সংস্থার এক কর্তার কথায় অভিমান হয়েছিল ঋদ্ধির। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। যা মেনে নিতে পারেননি এক সময়ের বাংলা দলের সবথেকে বড় ভরসা। সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলার হয়ে আর খেলবেন না। সিএবি-তে গিয়ে ছাড়পত্র নিয়ে এসেছিলেন তিনি। সিএবি-র তরফে বার বার তাঁকে থেকে যাওয়ার কথা বলা হলেও ঋদ্ধি থাকতে চাননি। পরে ত্রিপুরা দলে সই করেন।