গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে এবারও আইপিএল (IPL 2023) খেলছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha ) । হাতে আর মাত্র কয়েকদিন । তাই দলের হয়ে অনুশীলন শুরু করে দিলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার । আর প্রথম দিন দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে বিশেষ বার্তাও দিলেন তিনি ।
সতীর্থদের সঙ্গে প্রথম দিন অনুশীলন অভিজ্ঞতা বেশ ভাল । ঋদ্ধিমান জানিয়েছেন প্রথম দিনের অনুশীলনে প্রথমে কিছুক্ষণ কিপিং, তারপর ব্যাটিং অনুশীলন করা হল । বেশ ভাল লেগেছে । অনেকের সঙ্গে দেখা হয়েছে । ঋদ্ধিমানের বার্তা, ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে প্রতি দিন উন্নতি করতে হবে । এবারও ভাল ফলের আশা করছেন তিনি ।
উল্লেখ্য, গত বছরের আইপিএলে চ্যাম্পিয়ান হয়েছিল গুজরাত টাইটান্স । জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঋদ্ধিমান ।