তাঁর কেরিয়ার নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। জানালেন, দল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি দলের অভ্যন্তরে হওয়া কোনও কথা নিয়ে মন্তব্য করতে চান না।
ঋদ্ধি (Wriddhiman Saha) বলছেন, ‘‘দলে কে থাকবে না থাকবে, সেটা নির্বাচকদের (Team selectors) ব্যাপার। আমি আগাম এ সব নিয়ে কিছু বলতে পারি না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘প্রত্যেকবার দল নির্বাচনের (Team selection) পরেই আমি প্রস্তুতি নিতে শুরু করি। এ বারও সে রকমই পরিকল্পনা রয়েছে।’’
আরও পড়ুন: চায়ের দোকানে বচসা, পটাশপুরে তৃণমূলের বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি
তিনি বলেন, ‘‘যারা এই বিষয়টি বলেছে, তারা বলতে পারবে কোথা থেকে জেনেছে।’’ রঞ্জি ট্রফির (Ranji trophy) দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিয়ে ঋদ্ধির বক্তব্য, ‘‘আমার রঞ্জিতে না খেলতে চাওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। একেবারে ব্যক্তিগত কারণে আমি রঞ্জি ট্রফি Rajni trophy) খেলছি না।’’
ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ক্রিকেটজীবন শেষ কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে। এমন কথাও বলা হচ্ছে যে, ঋদ্ধির যা পারফরম্যান্স, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team India) মোটেই খুশি নয়। ঋদ্ধিকে এক রকম বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আর ভারতীয় দলে ভাবা হচ্ছে না।
তবে, ওয়াকিবহালমহলের মতে, পারফরম্যান্সের থেকেও বাংলার (Cricket Association of Bengal) এই উইকেটরক্ষক ব্যাটারের (Wriddhiman Saha) বিপক্ষে বেশি করে যাচ্ছে তাঁর একের পর এক চোট।