ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন ঋদ্ধিমান সাহা। ক্রিকেটারের কথায়, কাউকে কোনও কাজ করতে বাধ্য করা নয় । উল্লেখ্য, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই । সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন ঋদ্ধিমান । যদিও, এটা তাঁর মতামত বলে দাবি করেছেন উইকেটরক্ষ-ব্যাটার ।
ঋদ্ধিমান বলেন, 'না চাইলে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা ঠিক নয়। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতে, কাউকে কোনও কাজ করতে বাধ্য করা ঠিক নয়।'
যদিও ঋদ্ধিমানের মতে, এক জন খেলোয়াড়ের কাছে যে কোনও ম্যাচই গুরুত্বপূর্ণ । ঘরোয়া ক্রিকেটের গুরুত্বও তিনি বোঝেন । তবে, কোনও কিছুর জন্য বাধ্য করা উচিৎ নয় বলেই মনে করেছেন তিনি ।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার । বোর্ড সচিব জয় শাহের চিঠি দেওয়ার পরে রঞ্জি খেলেননি তাঁরা । দুই ক্রিকেটারের আচরণে ক্ষুব্ধ বোর্ড । সেকারণেই চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁদের ।