আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারতের সামনে এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল রোহিত শর্মার দল।
দুবছর আগে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফলে লড়াইটা আরও কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
চলতি বছরের WTC ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে ৩০ থেকে। একদিন রিজার্ভ ডে থাকায় ম্যাচ ১২ জুন পর্যন্ত গড়াতে পারে। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ম্য়াচটি দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।
এদিকে WTC ম্য়াচের আগেই মুখ খুলেছেন বিরাট কোহলী। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া বর্তমানে ভারতকে সমীহ করে।