আইপিএল-এ অন্তত একবার ধোনীর ম্যাচ দেখতেই হবে গ্যালারিতে বসে, তাই গোয়া থেকে বেঙ্গালুরু যাওয়া, ম্যাচের টিকিট কাটা, বেশ অনেকটাই খরচসাপেক্ষ! অগত্যা নিজের সাধের বাইক বিক্রি করেই মাহিকে দেখার সাধ মেটালেন গোয়ার যুবক।
আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখার জন্য নিজের বাইক-ই বিক্রি করে দিয়েছেন সেই যুবক। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের টিকিট পাননি। বেঙ্গালুরুর ম্যাচের টিকিট পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাই নিজের বাইক বিক্রি করে আরসিবি-সিএসকে খেলা দেখতে এসেছিলেন।
Karnataka Election Candidate : এক টাকার কয়েন দিয়েই ১০ হাজারের বন্ড জমা নির্দল প্রার্থীর
গ্যালারিতে খেলা দেখার ফাঁকে সেই যুবক পোস্টারে লিখে নিজেই জানিয়েছেন বাইক বিক্রি করে ধোনিকে দেখতে আসার কথা।