Car Maintenance Tips: আপনি কি নতুন ড্রাইভার? এই ৫টি বিষয় অবশ্যই জানা দরকার

Updated : Nov 29, 2024 12:15
|
Editorji News Desk

গাড়ি কিনেছেন? কিন্তু মেইনট্যানান্স কীভাবে করবেন ভাবছেন? চিন্তা করাটাই স্বাভাবিক। কারণ সঠিকভাবে মেইনট্যানান্স না করলে অকালেই খারাপ হতে পারে যন্ত্রাংশ, গতি কমতে পারে চারচাকার। তাহলে করণীয় কী? যে কোনও গাড়ি নির্দিষ্ট সময় অন্তর সার্ভিস করা প্রয়োজন। তাহলে গাড়ির ABC অর্থাৎ অ্যাসলেটর,ব্রেক এবং ক্ল্যাচ থাকবে মসৃন। পছন্দের চারচাকা দৌড়বে ঝড়ের গতিবেগে।  

যাঁরা দীর্ঘদিন ধরে গাড়ি ড্রাইভ করেন তাঁরা সামান্য ড্রাইভিংয়েই বুঝতে পারেন সেই গাড়িতে কোনও সমস্যা রয়েছে কিনা। কিন্তু যাঁরা নতুন ড্রাইভ করছেন তাঁরা কীভাবে বুঝবেন? সেই কারণে বিশেষজ্ঞরা বলেন প্রতি চার থেকে ছমাস অন্তর সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে যাওয়া জরুরি। সেখানেই অভিজ্ঞ টেকনিসিয়ানরা যে কোনও গাড়ির হেল্থ চেক আপ করতে পারবেন।

কিন্তু গাড়ির হেল্থ চেকআপ-এর সময় কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি? কয়েকটি বিষয় মাথায় রাখলেই কিন্তু আপনিও কিন্তু আপনার নিজের প্রিয় গাড়িটিকে ছুটিয়ে নিয়ে যেতে পারবেন কোনও প্রতিবন্ধকতা ছাড়াই। তাহলে কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি? 

কোন কোন বিষয় মাথায় রাখবেন? 
টায়ার প্রেসার- গাড়ির টায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ সমগ্র গাড়ি এবং প্যাসেঞ্জারদের ভার পুরোটাই থাকে টায়ারে উপর। গাড়ির গতিবেগ কেমন থাকবে তার অনেকটাই নির্ভর করে টায়ার প্রেসারের উপর। সেই কারণে গাড়ির টায়ার প্রেসার প্রতি ৪,৫ দিন অন্তর চেক করা জরুরি। এছাড়াও সাধারণ Air এর বদলে গাড়ির চাকায় নাইট্রোজেন দেওয়া হলে টায়ার তুলনামূলক ঠান্ডা থাকে। 

ইঞ্জিন অয়েল ও অয়েল ফিল্টার পরিবর্তন-
ডিজেল হোক বা পেট্রল, যে কোনও গাড়ির জন্য প্রয়োজন ইঞ্জিন অয়েল। যাকে সাধারণ ভাবে বলা হয় ইঞ্জিনের খাবার। যে কোনও ইঞ্জিনের ভিতরে থাকে একাধিক যন্ত্রাংশ। সেই সব যন্ত্রাংশকে সচল রাখার জন্য ইঞ্জিন অয়েল প্রয়োজন।  সেই কারণে নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি। একই সঙ্গে এয়ার ফিল্টারও পরিবর্তন করা প্রয়োজন।

স্পার্ক প্লাগ-
গাড়ি স্টার্ট দেওয়ার জন্য স্পার্ক প্লাগ প্রয়োজন হয়। কোনও কারণে স্পার্ক প্লাগে সমস্যা তৈরি হলে গাড়ি স্টার্ট হতে সমস্যা তৈরি হয়। সেই কারণে গাড়ির মেইটেন্যান্সের সময় স্পার্ক প্লাগ চেক করা ভীষণ জরুরি। প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর স্পার্ক প্লাগ পরিবর্তন করা দরকার। 

ব্যাটারি-
ব্যাটারির টার্মিনালে প্রায়শই কার্বন জমা হয়। ফলে গাড়ির লাইট, হর্ন সহ বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা তৈরি হয়। সেই কারণে ব্যাটারির টার্মিনাল পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজনে টার্মিনালের প্ল্যাগ পরিবর্তন করুন। অনেক ক্ষেত্রে টার্মিনালও পরিবর্তন করার প্রয়োজন হয়। 

ব্রেক ফ্লুয়িড
গাড়ির ব্রেকের মেকানিজম তুলনামূলক জটিল। সেই জটিল প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য ব্রেক অয়েল অতি প্রয়োজনীয়। ব্রেকিং সিস্টেম সঠিকভাবে পরিচালনা করতে ব্রেক ফ্লুয়িড সঠিক পরিমাণে রাখা জরুরি। 

Car

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ