ঝক্কিবিহীন ভাবে যাতায়াতের জন্য অ্যাপ ক্যাবের উপর ভরসা করেন অনেকেই। বুকিং করলেই ঝামেলা থেকে মুক্তি। পিক আপ লোকেশনে পৌঁছে যাবে গাড়ি। তারপর নিশ্চিন্তে যাওয়া যাবে গন্তব্যে। অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়ার জন্য বর্তমানে একাধিক সংস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে উবার, ওলা, ইন ড্রাইভার, রেপিডো ইত্যাদি। তবে পছন্দের তালিকার শীর্ষে উবার। ভারতের গ্রাহকদের জন্য এবার নতুন একটি অফার চালু করেছে অ্যাপ ক্যাব প্রদানকারী সংস্থা।
নতুন এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে Uber One। ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে এই সাবক্রিপশন প্ল্যান লঞ্চ করা হয়েছে। পালা এবার ভারতের। নতুন এই সাবক্রিপশন প্ল্যানে একাধিক সুবিধা পাবেন Uber ব্যবহারকারীরা।
Uber One কী?
এটা হল Uber এর একটি সাবক্রিপশন প্ল্যান। এই প্ল্যান সাবস্ক্রাইব করলে একাধিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। তবে এর জন্য নির্দিষ্ট টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের।
কী কী সুবিধা পাওয়া যাবে?
Uber One এর সাবক্রিপশন নিলে ফ্রি রাইড পাবেন গ্রাহকরা। এছাড়াও প্রায়োরিটি সাপোর্ট এবং একাধিক বিশেষ অফার ব্যবহারকারীরা। ইতিমধ্যে ২৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে UBER One-এর।
খরচ কত?
ভারতে মোট তিনটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা নিজেদের সুবিধামতো এক মাস, তিন মাস এবং বাৎসরিক প্ল্যানের সাবস্ক্রিপশন নিতে পারবেন। যেখানে একমাসের জন্য খরচ ১৪৯টাকা, তিন মাসের জন্য খরচ পড়বে ৩৪৯টাকা। এবং বাৎসরিক ১৪৯৯টাকার প্ল্যান রয়েছে।
ভারতে উবার ব্যবহারকারীদের ইতিমধ্যে Uber One-এর অপশন দেওয়া হয়েছে। যেখানে একমাসের প্ল্যানে ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টাকায় Uber one-এর সাবক্রিপশন পাওয়া যাচ্ছে।
কী কী অফার থাকছে?
তিন মাসের Zomato Gold মেম্বারশিপ, রাইডে ১০ শতাংশ ছাড়, অভিজ্ঞ ড্রাইভার এবং প্রায়োরিটি কাস্টমার সার্ভিস পাবেন ব্যবহারকারীরা।
কীভাবে Uber One সাবক্রাইব করবেন?
প্রথমে Uber অ্যাপ চালু করুন। এরপর একদম ডান দিকের নীচে রয়েছে অ্যাকাউন্ট অপশন। ওই অপশনে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে স্ক্রল ডাউন করলেই দেখা যাবে Uber One। ওই অপশনে গিয়ে পেমেন্ট করলেই Uber One অ্যাকাউন্ট চালু হবে।