Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

Updated : Dec 06, 2024 09:50
|
Editorji News Desk

বর্তমানে একজন ভারতীয় নাগরিকের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে বিবেচিত হয় এই আধার কার্ড। এবার আধারের ধাঁচের আরও একটি পরিচয়পত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার নাম আপার 'আইডি কার্ড'। পড়ুয়াদের জন্য তৈরি এই কার্ডে তাদের স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব তথ্য রেকর্ড থাকবে। 

২০২৩ সালে জাতীয় শিক্ষা নীতি এবং 'এক দেশ, এক আইডি'-র অধীনে 'অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি' বা 'আপার' কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদেরই এই কার্ড দেওয়া হবে। এবং স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কার্ডই হবে পরিচয়পত্র। 

 কী এই 'আপার কার্ড'?

সরকার দেশের প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটি ১২ সংখ্যার আইডি কার্ড তৈরি করবে। এই আইডি কার্ডটিই 'আপার কার্ড' বা 'অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি'। এই কার্ডে স্কুলে ভর্তি হওয়া থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করা পর্যন্ত যাবতীয় মার্কশিট এবং সার্টিফিকেটের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। 

যদি কোনও পড়ুয়ার স্কুল পরিবর্তন হয়, সেক্ষেত্রে তার 'আপার আইডি' কার্দের কোনও পরিবর্তন হবে না। এই কার্ড পড়ুয়াদের আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক করা থাকবে। পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট স্কুল কর্তৃপক্ষ এই আপার আইডি কার্ডে আপডেট করে দেবে। এর জন্য ইতিমধ্যেই সরকার 'অ্যাকাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিটস' চালু করেছে। এই অ্যাকাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিটস হল একটি ডিজিটাল মাধ্যমে যেখানে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ভার্চুয়ালি সংরক্ষিত থাকে। 

'আপার কার্ড' কী কাজে লাগবে?

'আপার কার্ড' আসলে যে কোনও পড়ুয়ার রেজাল্টের ডিজিটাল সংস্করণ। এই কার্ডে পড়ুয়ার রেজাল্টের পাশাপাশি বৃত্তি এবং স্কলারশিপের বিবরণ থাকবে। এছাড়াও পড়ুয়াদের ক্যারেকটার সার্টিফিকেট, এক্সট্রা ক্যারিকুলার অ্যাকটিভিটির যাবতীয় বিবরণ এই কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। যদি কোনও পড়ুয়া দেশের হয়ে খেলাধুলায় প্রতিনিধিত্ব করেন তারও উল্লেখ থাকবে এই কার্ডে। এমনকি পড়ুয়াদের স্কুল সার্টিফিকেট কিংবা কোনও নথির আসল কপি হারিয়ে গেলেও এই আপার কার্ডের মাধ্যমে তা সহজেই পাওয়া যাবে। 

কীভাবে তৈরি করা হবে 'আপার কার্ড'?

'আপার কার্ড' যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে। তাই এই কার্ড তৈরি করার জন্য প্রথমেই পড়ুয়াদের বৈধ আধার কার্ড থাকা প্রয়োজন। এছাড়াও 'ডিজিলকার'-এ একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এর মাধ্যমে শিক্ষার্থীর ই-কেওয়াইসি হলেই ওই শিক্ষার্থীদের স্কুল বা কলেজ থেকে 'আপার কার্ড' দেওয়া হবে।

অভিভাবকদের সম্মতি নিয়ে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য এই আপার কার্ড তৈরি করবে।  অভিভাবকদের সম্মতি ছাড়া এই কার্ড তৈরি করা যাবে না। অবিভাবকরা সম্মতি প্রকাশও করলেও, পরে সেই সম্মতি প্রত্যাহারও করার পূর্ণ স্বাধীনতা রয়েছে তাঁদের।  

আপার কার্ডের রেজিস্ট্রেশন পদ্ধতি

Apaar ID এর অফিসিয়াল ওয়েবসাইট apaar.education.gov.in। এই সাইটে পড়ুয়াদের Apaar আইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তবে, কোনও পড়ুয়া বা অবিভাবক নন, এই গোটা প্রক্রিয়াটি হবে স্কুলগুলির মাধ্যমে। 

 

Education Ministry

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ

editorji | প্রযুক্তি

oneplus 13R: নতুন বছরেই ধামাকা! চোখ ধাঁধানো স্পেশিফিকেশনে লঞ্চ হবে Oneplus 13R, কী কী থাকছে?