খেলার জগতে বাইরের খেলাধুলোর পাশাপাশি, ঘরের খেলাধুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি, লুডো, দাবা, ক্যারামের মতো খেলা বেশ জনপ্রিয় সব সময়ই। মোবাইল দুনিয়াতেও সেই খেলা সমানভাবে জনপ্রিয়। এই প্রতিবেদনে, তেমনই সেরা তিন মোবাইলের ইনডোর গেম।
লুডো কিং
প্লে-স্টোর ঘাঁটলে লুডোর অনেক গেমই পাওয়া যায়। কিন্তু অ্যানড্রয়েডের সেরা খেলা লুডো কিং। গেমিশন নামে এক সংস্থা ২০১৬ সালে এই গেম লঞ্চ করে। মাল্টিপ্লেয়ার লুডো গেমের টুর্নামেন্টও হয়। ট্রেনে, বাসে, চায়ের দোকানে, সব জায়গায় জনপ্রিয় এই লুডো কিং। মাল্টিপ্লেয়ারের পাশাপাশি সিঙ্গল প্লেয়ারেও খেলা যায় এই গেম।
৮ বল পুল
প্লে স্টোরের অন্যতম জনপ্রিয় গেম এইট বল পুল। টেবিলের ডিজাইন, গ্রাফিক্স খুবই ভাল। কন্ট্রোল খুবই সহজ। অনলাইন সিঙ্গল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার মোড আছে।
লিচেজ
মোবাইলে দাবা খেলার জনপ্রিয় গেমগুলির মধ্যে এক নম্বরে লিচেজ। এই গেমের অন্যতম আকর্ষণ মাল্টিপ্লেয়ার মোড। বিশ্বের যে কোনও খেলোয়াড়ের সঙ্গে মাল্টিপ্লেয়ার মোডে দাবার ম্যাচ খেলা যায়। স্কিল লেভেল অনুযায়ী, খুজে নেওয়া যায় প্লেয়ার। এই গেম সম্পূর্ণ ফ্রি। বিজ্ঞাপনও থাকে না।