সাইবার জালিয়াতির জেরে তটস্থ সাধারণ মানুষ। এর মধ্যেই গ্রাহদের কল ফরওয়ার্ড করে নতুন ভাবে প্রতারণা শুরু হয়েছে দেশ জুড়ে। গ্রাহকদের সাবধান করল এয়ারটেল, জিও এবং ট্রু কলার। জানানো হল, ৪০১ নম্বরে রয়েছে প্রতারণার ফাঁদ।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের ফোন করে বলা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা ব্রডব্যান্ড সংস্থা থেকে ফোন করা হচ্ছে। এরপর জিজ্ঞেস করা হচ্ছে তাঁদের ইন্টারনেটের গতি কিংবা নেটওয়ার্কের কোনও সমস্যা আছে কি না।
আরও পড়ুন - ভিডিয়ো থেকে স্ক্রিনশট কীভাবে নেবেন, নিজেই অপশন দিয়েছে ইউটিউব, জেনে নিন বিশদে
তারপরেই দ্রুত সমস্যার সমাধান দিতে সুকৌশলে তাঁদের ৪০১ ডায়াল (401 Number ) করতে বলা হচ্ছে। এভাবেই গ্রাহকের ফোন নম্বরের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করছে প্রতারকরা। আর একবার সেই অ্যাক্সেস পেয়ে গেলেই কেল্লাফতে। ফোনে আসা ওটিপি নিয়ে হাতানো হচ্ছে ব্যাঙ্কে গচ্ছিত টাকা। এই প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষরা।