অ্যান্ডরয়েড ফোনে এই টিপসগুলি না জানলে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন।
ইতিমধ্যে Android 15 লঞ্চ করেছে। তবে আগামী ৬ মাস শুধুমাত্র বিটা ব্যবহারকারীরা এই ভার্সনের সুবিধা পাবেন। অ্যান্ডরয়েডের নতুন এই ভার্সনে একাধিক নতুন ফিচারের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও যেকোনও অ্যান্ডরয়েড স্মার্টফোনে রয়েছে একাধিক নতুন ফিচার। যেগুলি, না জানলে পিছিয়ে পড়তে পারেন আপনিও। জেনে নিন বেস্ট ৭টি অ্যান্ডরয়েড টিপস-
স্ক্রিন লক-
প্রতিটি স্মার্টফোনেই থাকে স্ক্রিনলক অপশন। PIN, Pattern অথবা ফিঙ্গারপ্রিন্ট অপশন দিয়ে যে কোনও অ্যান্ডরয়েড স্মার্টফোন লক করতে পারেন। সেক্ষেত্রে ফোন থাকে সুরক্ষিত। কোনওভাবেই কেউ অ্যাক্সেস করতে পারে না।
Find Your Phone
ফোন হারিয়ে গিয়েছে? কোথায় রেখেছেন মনে করতে পারছেন না? চিন্তা নেই। Android-এ রয়েছে Find Your Phone ফিচার। হারিয়ে যাওয়া ফোন সহজেই খুঁজে পাবেন আপনিও।
ডিজিট্যাল ওয়েলবিয়িং
দিনের অনেকটাই সময় কেটে যাচ্ছে স্মার্টফোনে। ফলে মানসিক সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। প্রতিটি স্মার্টফোনে রয়েছে Digital Wellbeing tools। যা Android 9 এর পরবর্তী ভার্সনগুলিতে রয়েছে। এই ফিচারের মাধ্য়মে অ্যাপ টাইমিং, ট্র্যাক ইউসেজের মাত্রা বোঝা সম্ভব।
অটোমেটিক ব্যাকআপ
গুগলের সঙ্গে অ্যান্ডরয়েড স্মার্টফোন লিঙ্ক করে রাখলে অনেকটাই সুবিধা ব্যবহারকারীদের। কারণ কোনও ডেটা ডিলিট হওয়ার কোনও চান্সই নেই। ফোন নম্বর থেকে শুরু করে ফোটো সবকিছুই Google-এ অটোমেটিক ব্যাকআপ হয়।
পাওয়ার সেভিং মোড
আপনার ফোনে কি দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে? তার সমাধান রয়েছে অ্যান্ডরয়েড স্মার্টফোনে। কারণ অ্যান্ডরয়েড ফোনে রয়েছে পাওয়ার সেভিং মোড। যেখানে আপনি এই ফিচার অন করে ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে পারেন।