এআই অ্যাপগুলি দ্রুত বিকশিত হচ্ছে । যার প্রমাণ পাওয়া গেল সদ্য । অন্যতম কঠিন চাকরির পরীক্ষা ইউপিএসসি প্রিলিমস যেখানে পাশ করতে বছরের পর বছর লেগে যায় মানুষের, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-এর সময় লাগল মাত্র ৭ মিনিট । অবাক হচ্ছেন ? বাস্তবে কিন্তু তা সম্ভব করে দেখিয়েছে AI-ভিত্তিক অ্যাপ PadhAI । সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪- পরীক্ষায় অ্যাপটি ২০০-এর মধ্যে ১৭০ নম্বর পেয়েছে ।
IITians এর একটি দল PadhaI অ্যাপটি তৈরি করেছেন । UPSC প্রিলিমস পরীক্ষার পরপরই জনসমক্ষে ক্ষমতা প্রদর্শন করে অ্যাপটি । দিল্লির ললিত হোটেলে একটি অনুষ্ঠান আয়োজিত হয় । সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা জগত ও UPSC ইউনিটের বড় বড় ব্যাক্তিত্বরা । এছাড়াও ছিল সংবাদমাধ্যম । AI অ্যাপের পারফরম্যান্স livestream.padhai.ai এবং ইউটিউবে লাইভ-স্ট্রিম করা হয়েছিল । সাত মিনিটের ওই দুরন্ত পারফর্ম্যান্সের সাক্ষী থাকলেন সকলে ।
PadhaI-এর সিইও কার্ত্তিকেয় মঙ্গলম জানিয়েছেন, গত ১০ বছরে UPSC পরীক্ষায় অর্জিত সর্বোচ্চ স্কোর করেছে তাঁদের অ্যাপ । ইউপিএসসি-তে ন্যাশনাল লেভেলে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে এই অ্যাপ । শুধু তাই নয়, শীর্ষ স্থানও অর্জন করেছে বলে জানা গিয়েছে । PadhaI-এর সিইও-র আশা আগামীদিনে এভাবেই পরীক্ষার প্রস্তুতি এবং কর্মক্ষমতায় বিপ্লব ঘটাবে ।