এয়ারটেল ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর। এবার সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তারজন্য বিশেষ একটি প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। ৮৪ দিনের ভ্যালিডিটির ওই প্ল্যানে থাকছে আনলিমিডেট কলিং, ডেটা ও SMS এর সুবিধা।
নয়া এই প্রিপেড প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১৪৯৯ টাকা। এই প্রথম কোনও একটি প্ল্যানের সঙ্গে সংস্থার তরফে Netflix প্ল্যান দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের শুধুমাত্র নেটফ্লিক্সের বেসিক প্ল্যানটি ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন 3GB করে 5G ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।
অন্যদিকে একই মূল্যের একটি প্ল্যান রয়েছে জিওর। ১৪৯৯টাকা মূল্যের ওই প্ল্যানে Netflix Basic, Jio Cinema, Jio TV সহ প্রতিদিন 3GB করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হয়।