বর্তমানে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন ইন্টারনেট। একদিকে অনলাইনে স্ট্রিমিং অন্যদিকে ওয়ার্ক ফ্রম হোম। সবকিছুর জন্যই হাইস্পিড ব্রডব্যান্ড থাকা মাস্ট। কিন্তু ব্রডব্যান্ড কানেকশন নিলেই প্রয়োজন রাউটার। যার জন্য বেশ মোটা অঙ্কের টাকা খরচ । কিন্তু Airtel ব্রডব্যান্ড কানেকশন নিলেই ফ্রি-তে পাবেন রাউটার।
কীভাবে পাওয়া যাবে?
দেশের প্রায় অধিকাংশ শহরেই হাইস্পিড ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া শুরু করেছে Airtel। একাধিক প্ল্যান লঞ্চ করেছে তারা। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো যে কোনও প্ল্যানের সাবক্রিপশন নিলেই বিনামূল্যে পাবেন রাউটার। এর জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।
তবে Airtel এর নিয়ম অনুযায়ী কমপক্ষে ৫ মাসের রিচার্জ একসঙ্গে করলেই রাউটার বিনামূল্যে পাবেন। যদি কোনও ব্যবহারকারী প্রতি মাসে আলাদা করে রিচার্জ করেন তাহলে বিনামূল্যে রাউটার পাবেন না।