বাজারে আসছে নতুন আইফোন। ইতিমধ্যেই অ্যাপেলের ১৬ সিরিজের ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে, তা এখনও ক্রেতাদের হাতে পৌঁছয়নি। যদিও শুক্রবার থেকে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে বাজারে আইফোন ১৬-র। এর মধ্যেই বড় ঘোষণা। দাম কমানো হল আইফোনের পুরানো মডেল গুলির।
অ্যাপেলের তরফ থেকে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের বাজার দর এক ধাক্কায় ১০ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, সম্প্রতি যে সব ক্রেতারা আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেল যে সমস্ত ক্রেতারা কিনে ফেলেছেন তাঁদের ১০ হাজার টাকা করে রিফান্ড দেওয়া হবে।
অর্থাৎ অ্যাপল ঠিক যেদিন উপরোক্ত মডেলগুলির দাম কমানোর কথা ঘোষণা করেছে সেই দিনের থেকে গত ১৪ দিনের মধ্যে যে সমস্ত গ্রাহক ওই মডেলের ফোন কিছেছেন তাঁদের রিফান্ড দেওয়া হবে। এই রিফান্ড পেতে অফিসিয়াল অ্যাপল স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা টোল ফ্রি নম্বর ০০০৮০০ ০৪০ ১৯৬৬ নম্বরে ফোন করতে পারেন।