ভারতের বাজারে দীর্ঘদিন বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের রমরমা । তবে, বিগত কয়েক বছরে দেশে আইফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে । ঝকঝকে উন্নত প্রযুক্তির আইফোন এখন অনেকের হাতেই দেখা যায় । আবার অনেকেরই বাকেট লিস্টে রয়েছে এই ফোন । আসলে দেখতে যেমন ঝকঝকে, তেমনই যে দাম । তবে, বাকেট লিস্ট পূরণ করার সময় এসে গিয়েছে । দেশজুড়ে আইফোনের দাম কমছে । জানা গিয়েছে ৬ হাজার টাকা পর্যন্ত আইফোনের দাম কমাতে চলেছে অ্যাপল ।
কোন ফোনের কত দাম কমছে, জেনে নিন
IPhone SE - দাম ছিল ৪৯,৯০০ । এখন দাম ৪৯,৬০০ টাকা । ৩০০ টাকা দাম কমেছে ।
IPhone 13 - ৫৯,৯০০ দাম ছিল । তা ২,৩০০ টাকা কমে হয়েছে ৫৭,৬০০ টাকা ।
IPhone 14 - ৬৯,৬০০ টাকায় মিলছে এই মডেল । আগে দাম ছিল ৬৯,৯০০ । ৩০০ টাকা দাম কমেছে ।
IPhone 14 Plus - দাম ছিল ৭৯,৯০০ টাকা । ৩০০ টাকা দাম কমে হয়েছে ৭৯,৬০০ টাকা ৷
Iphone 15 - ৭৯,৬০০ টাকায় বিক্রি হচ্ছে এই মডেল । আগে দাম ছিল ৭৯,৯০০ টাকা
IPhone 15 Plus - আগে এই মডেলের দাম ছিল ৮৯,৯০০ টাকা । এখন ৩০০ টাকা দাম কমে হয়েছে ৮৯,৬০০ টাকা
IPhone 15 pro - দাম আগে ছিল ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা । এখন তা পাওয়া যাচ্ছে ১ লাখ ২৯ হাজার ৮০০-তে । অর্থাৎ ৫ হাজারেরও বেশি দাম কমেছে এই মডেলের ।
IPhone 15 Pro Max - আইফোনের এই মডেলের দাম ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা । দেখা যাচ্ছে প্রায় ৬ হাজারের কাছাকাছি দাম কমেছে এই মডেলের ।
সম্প্রতি, বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোবাইল ফোন ও তার যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়েছে । তারপর থেকে ফোনের দাম কমতে শুরু করেছে । অ্যাপলও ভারতে তৈরি আইফোনের দাম প্রায় তিন থেকে চার শতাংশ কমিয়েছে ৷