ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও টুরিজম কর্পোরেশন লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অনলাইনে IRCTC-এর অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করা যাবে।
শূন্যপদ
এই পদে একজনকেই ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
কোথায় নিয়োগ
নয়াদিল্লিতে IRCTC-এর কর্পোরেট অফিসে নিয়োগ করা হবে। মুম্বই বা ওয়েস্ট জোনের জন্য নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা
চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। কমপক্ষে ১২ বছর অ্যাকাউন্ট, ফিনান্স বা ট্যাক্স বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রেল বা রাজ্য সরকারের কর্মীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা
এই পদে আবেদনের সর্বাধিক বয়সসীমা ৫৫ বছর।
কীভাবে বাছাই
প্রাথমিকে বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউ হবে। সব নথি যাচাই করা হবে। এরপর পার্সোনালিটি, জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা নেওয়া হবে। ইন্টারভিউয়ের সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
কীভাবে আবেদন করবেন
IRCTC কর্পোরেশন অফিস, ১২ তলা, স্টেটসম্যান হাউজ, বারাখাম্বা রোড, নয়া দিল্লি ১১০০০১, এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৭ নভেম্বর, ২০২৪।