বেতন কাঠামোয় বড় ছাপ ফেলতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা । সম্প্রতি, একটি গবেষণায় দেখা গিয়েছে, এআই দক্ষতাসম্পন্ন কর্মীদের বেতন ৫৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে । মূলত, আইটি কর্মীরা ও যাঁরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমন্টে কর্মরত, তাঁদের বেতন সর্বোচ্চ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে । অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর রিপোর্টে এমনই তথ্য দেওয়া হয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে, ৯৫ শতাংশ কর্মচারী তাঁদের কেরিয়ারকে এগিয়ে নিতে এআই স্কিল শেখার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন । এর কারণ হল উচ্চমানের বেতন, কাজে দক্ষতা বৃদ্ধি এবং আর ক্যারিয়ারে অগ্রগতি । যদি, ৯৯ শতাংশ নিয়োগকর্তার ধারণা , ২০২৮ সালের মধ্যে AI-চালিত সংস্থায় পরিণত হবে তাঁদের কোম্পানি ।
ভারতে ১৬০০ জনেরও বেশি কর্মী এবং ৫০০ নিয়োগকর্তাদের নিয়ে সমীক্ষা করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস । AWS ট্রেনিং ও সার্টিফিকেশনের প্রধান অমিত মেহতা বলেন,' ভবিষ্যতে যাতে এআই দক্ষ হয়ে উঠতে পারেন কর্মীরা তাঁর জন্য তাঁরা উইপ্রো, L&T টেকনোলজি সার্ভিসেস, আইরিস সফ্টওয়্যারের মতো সংস্থাগুলিকে সাহায্য করছেন ।