রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা রকমের দুর্ঘটনা রোজই বলি হন একাধিক মানুষ। কিন্তু অনেকক্ষেত্রেই মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয় না। সেক্ষেত্রে তদন্ত করলেও সমস্যার সুরাহা হয় না। তাই এক নয়া অ্যাপ লঞ্চ করল পুলিশ।
আসলে, সিআইডির তত্ত্বাবধানে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। আর এই অ্যাপ প্রত্যেক থানার একটি ট্যাবে ইন্সটল করতে বলা হয়েছে। কোথাও কোনও দুর্ঘটনা হলে, কারও মৃত্যু হলে, ওই ব্যক্তির মৃতের ছবি এবং ঘটনাস্থলের ছবি ওই অ্যাপে আপলোড করা হবে সংশ্লিষ্ট ট্যাব থেকে।
আমজনতা ওই অ্যাপে থেকে দেখতে পারবেন থানা থেকে আপলোড করা ওই ছবি এবং তথ্য। ফলে যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ তাঁরা ওই অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন তাঁদের প্রিয়জনের কোনও তথ্য রয়েছে কি না। যদি কখনও সেখানে তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে যে থানা থেকে ওই তথ্য আপলোড করা হয়েছে সেই থানায় যোগাযোগ করতে পারবেন।