আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কামাল দেখছে গোটা দুনিয়া। এ দেশে খবর পড়েছে এআই উপস্থাপক, রেস্তোরাঁয় ওয়েটারের কাজও করছে। শিক্ষাক্ষেত্রই বা বাদ যাবে কেন! কেরলের রাজধানী ত্রিবান্দমের একটি স্কুলে পড়ুয়াদের ক্লাস নেবেন এআই দিদিমণি।
এহেন এআই দিদিমনির নাম 'আইরিস'। তাঁর পরনে শাড়ি। তিনটি ভাষায় অনর্গল কথা বলতে পারে এই হিউম্যান্ড্রোয়েড।
মেকারল্যাবস নামে একটি বেসরকারি ফার্ম তৈরি করেছে আইরিশকে। ভয়েস অ্যাসিসটেন্স, ইন্টারঅ্যাকটিভ লার্নিং, ম্যানিপুলেশন ক্যাপাবিলিট এবং মোবিলিটিজের দক্ষ শিক্ষিকা এই হিউম্যান্ড্রোয়েড।
অটল থিংকিং ল্যাব স্কিমে তৈরি কেটিসিটি হায়ার সেকেন্ডারি স্কুলে ব্যবহার করা হবে আইরিশকে। মেকারল্যাব এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে ইন্সটাগ্রামে। সংস্থার দাবি, এর মাধ্যমে স্কুলশিক্ষায় বৈপ্লবিক বদল আসবে। প্রতিটি পড়ুয়া তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী শিক্ষার সুযোগ পাবে।