গার্লফ্রেন্ড ডেলিভারি দিচ্ছে Zomato? হ্যাঁ ঠিকই শুনেছেন। ফুড ডেলিভারি সংস্থার একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানেই এই বিষয়ে একটি তথ্য জানানো হয়েছে। যা জানার পর নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন ব্যাপারটা ঠিক কী?
সম্প্রতি Zomato-র তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে একটি তথ্য উঠে এসেছে। যা প্রায় সবাইকেই অবাক করেছে। ২০২৪ সালের জোমাটো সার্চ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শুধু খাবার নয়, গার্লফ্রেন্ডেরও খোঁজ হয়েছে Zomato-তে।
ভাবতে পারছেন? নাকি অবাক হয়েছেন? অবাক হওয়ার মতোই ঘটনা। ওই রিপোর্টে জানানো হয়েছে, ৪৯৪০ জন ব্যবহারকারী গার্লফ্রেন্ডের খোঁজ করেছেন Zomato-তে। এছাড়াও ৪০ জন ব্যবহারকারী বৌ-এর খোঁজ করেছেন ওই ফুড ডেলিভারি অ্যাপে।
Zomato-র তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, ২০২৪ সালে মোট ১২.৪ কোটি অর্ডার হয়েছে। যা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মোট অর্ডারের থেকেও বেশি। অন্যদিকে মুম্বইয়ের থেকেও ৩০ লাখ বেশি অর্ডার হয়েছে বেঙ্গালুরুতে।
ওই রিপোর্টে জানানো হয়েছে, Zomato-র সবথেকে ব্যস্ততম দিন ছিল ২০২৪ সালের ১২ মে। ওইদিন ৩৪ লাখ ৮০ হাজার খাবার অর্ডার হয়েছে। অন্যদিকে ২৯ জানুয়ারি সবথেকে কম খাবার অর্ডার পেয়েছিল Zomato। ওইদিন অর্ডারের পরিমাণ ছিল ১৬ লাখ ৮০ হাজার।
এর পাশাপাশি পুরনো বছরের শেষ দিনে সবথেকে বেশি ডিম্যান্ড ছিল Zomato-তে। শুধু Zomato নয়, zepto, Blinkit, Swiggy, instamart-এও অর্ডারের রেকর্ড তৈরি হয়েছে।