প্রতিটি বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছেন। এর ফলে অতিরিক্ত অনেক টাকাই দিতে হচ্ছে ব্যবহারকারীদের। তবে কিছুটা সুরাহা দিয়েছে BSNL। কারণ এখনও পর্যন্ত ১০০ টাকার কমে বেশ কিছু দুর্দান্ত প্ল্যান রয়েছে সরকারি ওই সংস্থার। এই প্রতিবেদনে জেনে নিন BSNL এর ১০০ টাকার কমে ডেটা প্ল্যানগুলি একনজরে।
৯৮ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের বৈধতা ১৮ দিন। এর মধ্যে ২ GB করে দৈনিক ডেটা পাবেন ব্যবহারকারীরা। এরসঙ্গে EROS NOW এন্টারটেনমেন্ট-এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
৯৭ টাকার রিচার্জ প্ল্যন
১৫ দিনের এই রিচার্জ প্ল্যানের খরচ ৯৭টাকা। এক্ষেত্রে এই প্ল্যানেও ব্যবহারকারীরা প্রতিদিন ২ GB করে ডেটা ব্যবহার করতে পারবেন।
ইতিমধ্যে BSNL 4G শুরু করলেও দেশের সর্বত্র ওই পরিষেবা পাওয়া যায় না। শুধুমাত্র কয়েকটি সার্কেলের জন্য এই পরিষেবা শুরু হয়েছে। তবে সূত্রের খবর, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে গোটা দেশেই ওই পরিষেবা শুরু হতে পারে।
কীভাবে BSNL-এ 4G চালু করবেন?