দূরে কোথাও বেড়াতে গেলে মধ্যবিত্তের ভরসা ট্রেন। কম খরচে ঝামেলা ছাড়াই সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। সেকারণে ট্রেনে করে যাত্রা করতেই পছন্দ করেন অনেকে।
যেহেতু ট্রেনে ভিড় বাড়ছে তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। এমন কিছু রুট আছে যেখানে টিকিট বুকিং শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ফলে তার পর টিকিট কাটলে অনিবার্য ভাবে ওয়েটিং। ভাগ্য ভালো থাকলে কনফার্ম হতে পারে আবার নাও হতে পারে।
ওয়েটিং টিকিট কনফার্ম হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকে অনেকের। এমন একটি অ্য়াপ আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কোনও টিকিট ওয়েটিং থাকলে তা কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা। অত্যাধুনিক প্রযুক্তির ওই অ্য়াপটির নাম কনফার্ম টিকিট (confirmtkt)।
অ্য়ান্ডরয়েড ব্যবহারকারীরা প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীরা অ্য়াপ স্টোর থেকে এই অ্য়াপটি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি টিকিট বুকিং সংক্রান্ত একাধিক সুবিধা রয়েছে এই অ্য়াপে।