দামী স্মার্টফোন কিনেছেন? কিন্তু ব্যাটারির সমস্যায় জর্জরিত? দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোনের ব্যাটারি? উঠতে পারছেন না কী করণীয়? আর চিন্তা নেই। এই ভিডিয়োর শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেনে নিন কী কী করলে ফোনের চার্জ দ্রুত শেষ হবে না।
মোবাইল বা স্মার্টফোন ছাড়া এখন দুনিয়া অচল। রাস্তাঘাটে সব কাজেই লাগে স্মার্টফোন। বাজার, ট্রেনের টিকিট, রেস্তোরাঁ, চিকিৎসা, স্কুল-কলেজ সব জায়গাতেই লাগে স্মার্টফোন। আর তাই স্মার্টফোনে থাকে গুরুত্বপূর্ণ তথ্য।
কিন্তু স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেলে পড়তে হয় বিপদে। কারণ কথা বলা তো দূর, ফোনটি অফ হয়ে ডেড হয়ে যায়। তবে দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে পারেন আপনিও। শুধু কয়েকটি নিয়ম মেনে চলতে হবে আপনাকে।
ফোনের ব্রাইটনেস
ফোনের ব্রাইটনেস যত বাড়িয়ে রাখবেন ততই ফোনের চার্জ দ্রুত শেষ হয়। সেই কারণে দিনের বেলায় ব্রাইটনেস বাড়িয়ে রাখলেও রাতের দিকে যতটা সম্ভব ব্রাইটনেস কমিয়ে রাখার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে প্রতিটি স্মার্টফোনেই অটো ব্রাইটনেস মোড থাকে। অপশনটি অন করে রাখলে আলোর প্রাচুর্যতার উপর নির্ভর করে ফোনের ব্রাইটনেস সেট হয়।
স্ক্রিন টাইমআউট টাইম
আপনি ফোনটি ব্যবহার না করার কতক্ষণের মধ্যে ফোনের স্ক্রিন লক হবে তা নির্ধারিত হয় ফোনের স্ক্রিন টাইমআউটের উপর। প্রতিটি অ্য়ান্ডরয়েড ফোনের সেটিংসে রয়েছে ডিসপ্লে অপশন। সেখানেই রয়েছে স্ক্রিন টাইমআউট অপশন। ওই অপশনে ক্লিক করে স্ক্রিন টাইম বৃদ্ধি ও কমাতে পারবেন ব্যবহারকারীরা। চেষ্টা করুন ফোনের স্ক্রিন টাইমআউট যত কম সময় রাখা সম্ভব হয় ততই সুবিধার।
ব্যাটারি সেভার মোড-
সিঙ্গল চার্জে দীর্ঘক্ষণ যাতে ফোনে ব্যাটারির চার্জ থাকে তারজন্য ব্যাটারি সেভার মোড চালু রাখুন। এই ফিচার চালু রাখলে ফোনের সেটিংসে বেশ কিছু সেটিংস নিজে থেকেই পরিবর্তন হয়। যা ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে সক্ষম হয়। নন-এসেনসিয়াল অ্যাপ এবং একাধিক নোটিফিকেশন ফিচারও বন্ধ হয়। সেই কারণে সিঙ্গল চার্জে দীর্ঘক্ষণ ফোনে চার্জ থাকবে।
লিমিট নোটিফিকেশন-
নোটিফিকেশনের মাধ্যমে ফোনের প্রচুর চার্জ শেষ হয়। কারণ ব্যাকগ্রাউন্ডে প্রতিটি অ্য়াপ চালু থাকে। সেই কারণে অপ্রয়োজনীয় অ্য়াপের নোটিফিকেশন বন্ধ রাখা জরুরি।
লোকেশন সার্ভিস-
ফোনের সবথেকে বেশি চার্জ শেষ হয় লোকেশনে। কারণ এক্ষেত্রে সর্বক্ষণ GPS চালু থাকে। সেই কারণে অতি প্রয়োজন ছাড়া লোকেশন বন্ধ রাখুন। প্রয়োজনে যে অ্যাপগুলিতে লোকেশন বন্ধ রাখলেও কোনও সমস্যা হবে না সেই অ্যাপগুলির ক্ষেত্রে লোকেশন বন্ধ রাখুন।
এই বিষয়গুলি মাথায় রাখলেই সিঙ্গল চার্জেই দীর্ঘক্ষণ চলবে আপনার প্রিয় স্মার্টফোন। এর পরও চার্জিংয়ের কোনও সমস্যা হলে ব্যাটারি পরিবর্তন করা জরুরি।