মোবাইল ফোন এখন প্রায় প্রত্যেকের সর্বক্ষণের সঙ্গী। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত বিভিন্ন কাজ চলতেই থাকে ছোট্ট ওই মুঠোফোনে। কিন্তু অনেক সময় ফোনে সিগন্যাল না থাকায় সমস্যা তৈরি হয়। ভালো সিগন্যাল না থাকায় যেমন কলিংয়ে সমস্যা হয় তেমনই ইন্টারনেট পরিষেবা পেতেও নাজেহাল হতে হয়।
মোবাইল ফোনের সিগন্যাল সংক্রান্ত সমস্যায় পড়েন অনেকেই। সমাধানে কেউ ছোটেন স্থানীয় মোবাইল স্টোরে অথবা বারবার ফোন সুইচ অফ অন করতে থাকেন। তাতে খুব একটা উপকারও পাওয়া যায় না। কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। জেনে নিন কীভাবে করবেন।
নেটওয়ার্ক সিলেকশন- বর্তমানে যে স্মার্টফোনগুলি তৈরি হয় তার মধ্যে অধিকাংশ ফোনেই সিগন্যালিংয়ের জন্য দুটি অপশন থাকে। অটোমেটিক এবং ম্যানুয়াল। সাধারণত বেশিরভাগ ফোনে অটোমেটিক অপশনটি সিলেক্ট করা থাকে। সিগন্যালের সমস্যা হলে অপশনটি পরিবর্তন করে ম্যানুয়াল করে রাখুন। এতে সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের ফোনে ম্যানুয়াল মোড থাকে না তাঁরা NSA মোড ব্যবহার করে চেষ্টা করতে পারেন।
সফটওয়ার আপডেট: প্রতিটি ফোনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সফটওয়ার আপডেট নোটিফিকেশন আসে। যদি আপনার ফোনেও সেই নোটিফিকেশন আসে অবশ্যই নিজের ফোন আপডেট করিয়ে নিন। কারণ সফটওয়ার আপডেট না হলে সিগন্যাল পুওর থাকার সম্ভাবনা থাকে।
Read More- হোয়াটসঅ্য়াপেই এবার HD কোয়ালিটির ভিডিও পাঠানো সম্ভব, জানুন নয়া ফিচার
ভয়েস ও ডেটা সেটিংস অপশন পরিবর্তন করুন: অনেকক্ষেত্রে দেখা যায় ফোনে সিলেক্ট করা আছে 4G মোড অথচ অপনি 2G সিম ব্যবহার করছেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক সিগন্যাল পুওর থাকা স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে সিম এবং ভয়েস ও ডেটা সেটিং অপশন আপডেট রাখুন।