প্রতিটি বেসরকারি মোবাইল প্রদানকারী সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের মুখে হাসি ফুটিয়েছে একমাত্র BSNL। কারণ কোনও রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়নি। ফলে মধ্যবিত্তদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। সরকারি ওই সংস্থা সম্প্রতি আরও একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই প্ল্যান লঞ্চ করেছে BSNL।
BSNL-এর নতুন এই রিচার্জ প্ল্যানটির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে ২৪৯টাকা। মোট ৪৫ দিনের বৈধতা রয়েছে। এই প্ল্যানে আনলিমিডেট কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
জেনে নিন ২৪৯টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?
এই প্ল্যানে মোট 90GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও দৈনিক ১০০টি করে SMS এর সুবিধা এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হচ্ছে।
যাঁরা পুরনো BSNL এর গ্রাহক তাঁরা যেমন এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন তেমনই যাঁরা অন্য কোনও সংস্থা থেকে BSNL এ পোর্ট করাবেন তাঁরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।