মাস খানেক আগেই প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে সব বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা। সব প্ল্যানেই দাম কমপক্ষে ১০০ টাকা করে বাড়ানো হয়েছিল। যার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে মোবাইল ফোনের রিচার্জ করতে পকেটে টান পড়ছে।
কিন্তু এরই মধ্যে কিছুটা সুরাহা BSNL ব্যবহারকারীদের। কারণ কোনও রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়নি। বরং একাধিক প্ল্যানের সঙ্গে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং গ্রাহক সুবিধার্থে নতুন প্ল্যানও লঞ্চ করা হয়েছে।
সম্প্রতি BSNL-এর তরফে ১৫০দিনের একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। কলিং, ডেটা এবং SMS এর সুবিধা রয়েছে ওই প্ল্যানটিতে। তারজন্য ব্যবহারকারীদের ৩৯৭ টাকা খরচ করতে হবে। জেনে নিন এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য-
এই প্ল্যানটির বৈধতা ১৫০ দিন। ফ্রি আউটগোয়িং সুবিধা পাওয়া যাবে প্রথম ৩০ দিন। তারপর বাকি দিনগুলির জন্য অতিরিক্ত টপ আপ রিচার্জ করতে হবে।
প্রথম ৩০ দিন গ্রাহকরা দৈনিক 2GB করে ডেটা পাবেন। এবং ওই 2GB শেষ হলে তারপর ইন্টারনেট স্পিড 40Kbps হয়ে যাবে। এছাড়াও দৈনিক ১০০টি করে ফ্রি SMS পাবেন ব্যবহারকারীরা। সঙ্গে ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
এদিকে দেশজুড়ে 4G পরিষেবা চালু করতে চলেছে BSNL। যার ফলে যাঁরা BSNL ব্যবহার করবেন তাঁদের ইন্টারনেট সার্ফিং করতেও কোনও সমস্যা হবে না।