BSNL Recharge Plan: দৈনিক 2GB ডেটা, ফ্রি কলিং-SMS! ৩ টাকারও কম খরচেই এই সুবিধা পাবেন BSNL গ্রাহকরা

Updated : Aug 31, 2024 07:20
|
Editorji News Desk

মাস খানেক আগেই প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে সব বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা। সব প্ল্যানেই দাম কমপক্ষে ১০০ টাকা করে বাড়ানো হয়েছিল। যার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে মোবাইল ফোনের রিচার্জ করতে পকেটে টান পড়ছে। 

কিন্তু এরই মধ্যে কিছুটা সুরাহা BSNL ব্যবহারকারীদের। কারণ কোনও রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়নি। বরং একাধিক প্ল্যানের সঙ্গে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং গ্রাহক সুবিধার্থে নতুন প্ল্যানও লঞ্চ করা হয়েছে। 

সম্প্রতি BSNL-এর তরফে ১৫০দিনের একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। কলিং, ডেটা এবং SMS এর সুবিধা রয়েছে ওই প্ল্যানটিতে। তারজন্য ব্যবহারকারীদের ৩৯৭ টাকা খরচ করতে হবে। জেনে নিন এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য- 

এই প্ল্যানটির বৈধতা ১৫০ দিন। ফ্রি আউটগোয়িং সুবিধা পাওয়া যাবে প্রথম ৩০ দিন। তারপর বাকি দিনগুলির জন্য অতিরিক্ত টপ আপ রিচার্জ করতে হবে। 

প্রথম ৩০ দিন গ্রাহকরা দৈনিক 2GB করে ডেটা পাবেন। এবং ওই 2GB শেষ হলে তারপর ইন্টারনেট স্পিড 40Kbps হয়ে যাবে। এছাড়াও দৈনিক ১০০টি করে ফ্রি SMS পাবেন ব্যবহারকারীরা। সঙ্গে ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। 

এদিকে দেশজুড়ে 4G পরিষেবা চালু করতে চলেছে BSNL। যার ফলে যাঁরা BSNL ব্যবহার করবেন তাঁদের ইন্টারনেট সার্ফিং করতেও কোনও সমস্যা হবে না। 

BSNL

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ