TV দেখার ঝক্কি এবার কমতে চলেছে। কারণ এবার BSNL-এর তরফে লঞ্চ করা হয়েছে ইন্টারনেট TV। তবে আপনিও কি এই সুবিধা পাবেন? জানতে হলে এই ভিডিয়োর শেষ পর্যন্ত দেখুন।
ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে এই পরিষেবা চালু করা হয়েছে। এতদিন পর্যন্ত টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা চালু থাকলেও এবার থেকে ইন্টারনেটের মাধ্যমে TV দেখার সুবিধাও মিলবে গ্রাহকদের। এছাড়াও আরও ৬টি পরিষেবা চালু করা হয়েছে BSNL-এর তরফে।
BSNL-এর তরফে জানানো হয়েছে, বর্তমানে তাদের সংস্থার তরফে Fiber to the Home সুবিধা চালু হয়েছে। সেই প্রযুক্তি ব্যবহার করেই TV পরিষেবা চালু করা হয়েছে। চকচকে ছবি এবং লাইভ TV-র সুবিধা রয়েছে।
সম্প্রতি BSNL-এর তরফে গোটা দেশব্যাপী চালু করা হয়েছে WiFi হটস্পট জোন। যার মাধ্যমে কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
BSNL IFTV সার্ভিস কী?
সম্প্রতি এক্স হ্যান্ডেলে সংস্থার তরফে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আপাতত মধ্যপ্রদেশ এবং তামিলনাডু-তে IFTV পরিষেবা চালু করা হচ্ছে। যার মাধ্যমে ৫০০টি লাইভ TV দেখতে পারবেন ব্যবহারকারীরা। এবং হাই স্ট্রিমিং কোয়ালিটির সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এখানেই শেষ নয়, Pay TV Content দেখার সুবিধাও থাকবে। যার মধ্যে একাধিক সিরিজ থাকবে। নেটফ্লিক্স, Zee 5, অ্য়ামাজন প্রাইম-এর মতো জনপ্রিয় অ্য়াপের পরিষেবাও পাবেন ব্যবহারকারীরা।
BSNL-এর তরফে জানানো হয়েছে, যেহেতু সংস্থার তরফে IFTV পরিষেবা চালু করা হয়েছে সেই কারণে ইন্টারনেটের মাধ্য়মেই টিভি চালানো সম্ভব। সেক্ষেত্রে BSNL-এর মূল ইন্টারনেট প্যাক থেকে নেট খরচ হবে না। IFTV-র জন্য সংস্থার তরফে আলাদা ভাবে ডেটা প্রদান করা হবে। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করার প্রয়োজন নেই।
তবে বর্তমানে শুধুমাত্র Andrid TV-তেই এই পরিষেবা পাওয়া সম্ভব। যে সব ব্যবহারকারীর TV-তে Android 10 বা তার পরবর্তী ভার্সন ইনস্টল রয়েছে তাঁরা BSNL Live TV অ্য়াপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
কীভাবে চালু করতে পারবেন IFTV সার্ভিস?
Google Play Store-এ রয়েছে BSNL সেল্ফকেয়ার অ্যাপ। ওই অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে চালু করতে হবে BSNL IFTV। BSNL-এর IPTV চলতি বছরের শুরুতেই BSNL-এর তরফে লঞ্চ করা হয়েছিল IPTV। এর ফলে চিরাচরিত সেট টপ বক্স ব্য়বহারের প্রয়োজন নেই। এর জন্য ব্যবহারকারীদের খরচ করতে হত প্রতি মাসে ১৩০ টাকা। এই পরিষেবাতে HD প্যাকও অফার করা হত ব্যবহারকারীদের। সেক্ষেত্রে ২৭০টাকা করে খরচ করতে হত ব্যবহারকারীদের। মোট ২১১টি চ্যানেল দেখার সুবিধা পেতেন ব্যবহারকারীরা। এছাড়াও ৪০০টাকা মূল্যের একটি প্ল্যান ছিল BSNL IPTV-র। সেক্ষেত্রে ২২৩টি HD চ্যানেল দেখার সুযোগ পেতেন ব্যবহারকারীরা।