BSNL 108 Recharge plan: ডেটা শেষ-ই হবে না, BSNL-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যানে অবাক হবেন আপনিও

Updated : Nov 28, 2024 18:30
|
Editorji News Desk

মোবাইল ফোন ব্যবহারের খরচ দিন দিন বেড়েই চলেছে। একলাফে দাম বেড়েছে প্রতিটি প্ল্যানের। ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। বাধ্য হয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। অনেকে আবার কম টাকার রিচার্জ প্যাকও ব্যবহার করছেন। সেক্ষেত্রে কম ডেটা এবং কম দিনের বৈধতা উপভোগ করতে পারেন ব্যবহারকারীরা। 

প্রতিটি বেসরকারি সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও BSNL-এর কোনও প্ল্যানে দাম বৃদ্ধি হয়নি। ফলে অনেকটাই সুরাহা হয়েছে সরকারি এই টেলিকম সংস্থার ব্যবহারকারীদের। কারণ প্ল্যানের খরচ যেমন বৃদ্ধি করা হয়নি তেমনই গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। 

গ্রাহক সুবিধার্থে BSNL-এর ১০৮ টাকার একটি রিজার্জ প্ল্যান লঞ্চ রয়েছে। এটি মূলত একটি প্ল্যান-এক্সটেনশন প্ল্যন। অর্থাৎ অন্য একটি প্ল্য়ানের সঙ্গে এই প্ল্যানটি সংযুক্তিকরণ সম্ভব। একক ভাবে এই প্ল্যানটি দিয়ে রিচার্জ করা সম্ভব নয়। কী কী সুবিধা রয়েছে ১০৮ টাকার রিচার্জ প্ল্যানে? 

নতুন এই ১০৮টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৬০ দিন। যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়েছে। এছাড়াও দৈনিক ১GB করে ডেটা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এরসঙ্গে ৫০০টি SMS এর সুবিধাও দেওয়া হয়েছে। 

এছাড়াও BSNL-এর আরও কয়েকটি প্ল্যান রয়েছে। যেগুলি গ্রাহকদের সুবিধা হবে। কারণ কম খরচের মধ্যে প্রচুর সুবিধা রয়েছে এই প্ল্যানগুলিতে। 

BSNL - এর একটি প্ল্যান রয়েছে। যার দাম ধার্য করা হয়েছে ২৪৯ টাকা। গ্রাহকরা এই প্ল্যানের বৈধতা পাবেন ৪৫ দিন। এই প্ল্যানে রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০টি করে SMS পাওয়া যাবে। সঙ্গে ৪৫ দিনের জন্য দেওয়া হচ্ছে ৯০GB ইন্টারনেট। অর্থাৎ দিন প্রতি বরাদ্দ থাকছে ২ জিবি ডেটা।

বর্তমানে যে কোনও বেসরকারি টেলিকম সংস্থার ২০০ কিংবা ২৫০ টাকার প্ল্যানে বৈধতা পাওয়া যায় মাত্র ২৮ কিংবা ৩০ দিন। সেখানে সরকারি এই টেলিকম সংস্থা নতুন প্ল্যানে নিজের গ্রাহকদের ৪০ দিনেরও বেশি বৈধতা দিচ্ছে। যা হিসেব করলে দাঁড়াচ্ছে মাত্র ৬ টাকারও কম খরচে প্রতিদিন আনলিমিটেড কলিং ২ জিবি ডেটা এবং ১০০ sms এর সুবিধা দিচ্ছে BSNL.   

এছাড়াও ১০৭ টাকার একটি রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থাটি। যে প্ল্যানটির বৈধতা ৩৫ দিন। এর মাধ্যমে ২০০ মিনিট কলিং-এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে যাঁরা মূলত ইনকামিং-এর সুবিধা পেতে চান তাঁদের জন্য এই প্ল্যানটি সবথেকে আকর্ষণীয়। 

এছাড়াও BSNL এর ৯৯৭টাকার প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটির বৈধতা ১৬০দিন। ফলে এই প্ল্যানটি দিয়ে একবার রিটার্জ করলে পাঁচ মাস রিচার্জের ঝামেলা থাকবে না। ব্যবহারকারীরা দৈনিক 2GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। সুতরাং মোট ৩২০ GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কলারটিউনেরও সুবিধা দেওয়া হবে। 

BSNL

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ