বর্ষশেষে গ্রাহকদের জন্য প্রচুর অফার নিয়ে এল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা BSNL। বিনামূল্যে গ্রাহকরা পাবেন অতিরিক্ত ডেটা। মূলত বেসরকারি সংস্থাগুলির সঙ্গে টেক্কা দিতেই বিশেষ এই অফার লঞ্চ করল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি।
BSNL এর মোট ৬টি রিচার্জ প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ডেটা পাবেন ব্যবহারকারীরা। যে ছটি প্ল্যানে এই সুবিধা দেওয়া হবে সেগুলি হল ২৫১ টাকা, ২৯৯টাকা, ৩৯৮টাকা, ৪৯৯ টাকা ৬৬৬ টাকা এবং ৫৯৯ টাকা। এই প্ল্যানগুলির মধ্যে যেকোনও একটি প্ল্যান দিয়ে রিচার্জ করলেই ৩ GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। তবে BSNL Self Care এর মাধ্যমেই রিচার্জ করলে তবেই অতিরিক্ত ডেটার সুবিধা পাওয়া যাবে।
বর্তমানে গ্রাহক পরিষেবা আরও উন্নতির দিকে জোর দিয়েছে BSNL। দেশের ১ লাখ অঞ্চলে 4G চালু করতে চলেছে তারা। ইতিমধ্যে একাধিক বড় শহরে সেই পরিষেবা শুরুও হয়েছে। গ্রাহকদের সুবিধা দিতে একাধিক নতুন ট্যারিফ ভাউচারও চালু করেছে সংস্থাটি।