জিও এবং এয়ারটেল প্ল্যানের দাম বাড়ানোর পরেই গ্রাহকরা ক্রমশই BSNL -এর দিকে ঝুঁকছেন। এর মধ্যেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এই টেলিকম সংস্থা। এই প্ল্যানে এখন আর ২৮ দিন নয়, BSNL-এর গ্রাহকরা পাবেন ৪৫ দিনের বৈধতা। সঙ্গে রয়েছে প্রচুর ডেটা এবং আনলিমিটেড কলিং।
BSNL - এর এই নতুন প্ল্যানের দাম ধার্য করা হয়েছে ২৪৯ টাকা। গ্রাহকরা এই প্ল্যানের বৈধতা পাবেন ৪৫ দিন। এই প্ল্যানে রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও প্রতিদিন ১০০টি করে SMS পাওয়া যাবে। সঙ্গে ৪৫ দিনের জন্য দেওয়া হচ্ছে ৯০GB ইন্টারনেট। অর্থাৎ দিন প্রতি বরাদ্দ থাকছে ২ জিবি ডেটা।
বর্তমানে যে কোনও বেসরকারি টেলিকম সংস্থার ২০০ কিংবা ২৫০ টাকার প্ল্যানে বৈধতা পাওয়া যায় মাত্র ২৮ কিংবা ৩০ দিন। সেখানে সরকারি এই টেলিকম সংস্থা নতুন প্ল্যানে নিজের গ্রাহকদের ৪০ দিনেরও বেশি বৈধতা দিচ্ছে। যা হিসেব করলে দাঁড়াচ্ছে মাত্র ৬ টাকারও কম খরচে প্রতিদিন আনলিমিটেড কলিং ২ জিবি ডেটা এবং ১০০ sms এর সুবিধা দিচ্ছে BSNL.